Alfalfa

♦♦আলফালফা ঔষধটি নিয়মিত অনেকদিন খেলে ক্ষুধা, ঘুম, ওজন, হজমশক্তি ইত্যাদি বৃদ্ধি পায়। নিম্নশক্তিতে (Q) দশ ফোটা করে রোজ তিনবার করে খেতে পারেন। ইহার স্বাদ যেহেতু খারাপ সেহেতু শিশুদেরকে চিনি বা গুড়ের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন।

♦♦ব্যবহারঃ মাদার টিংচার শিশুদের ক্ষেত্রে ৫-১০ ফোঁটা, বড়দের ১০-১৫ ফোঁটা মাত্রায় আহারের আধঘন্টা পরে দুবার কয়েকদিন যাবৎ প্রযোজ্য । সুগার ও ফসফেট যুক্ত বহুমুত্র রোগেও উপযোগী ।

♦♦তথ্যসূত্র:-এলেন কিনোট'স অফ মেটেরিয়া মেডিকা।

♦♣আলফালফা>
রেসের মাঠের ঘোড়া বলবান ও শক্তিশালী করার জন্য আমেরিকায় এই জাতীয় ভেষজ বিশেষ ঘোড়াকে খাওয়াননো  হয় । এর সাহায্যে হোমিও টনিক প্রস্তুত হয়, অন্যান্য লৌহঘটিত টনিক অপেক্ষা এই টনিক বহুগুণে শ্রেষ্ঠ । কোন কঠিন রোগভোগের পর পরিপোষন ক্রিয়ার বিশৃঙ্খলা জনিত হজমের গোলমাল, কোষ্ঠকাঠিন্য বা উদরাময়, স্নায়বিকতা, ধাতুদৌর্বল্য ও অনিদ্রার উৎকৃষ্ট টনিক, দেহের দুর্বল টিস্যুগুলো সতেজ সবল করতে এর জুড়ি নেই । মনের অবসাদ ক্লান্তি দূর করে । খিদে থাকে না, -খিদে পেলেও বেশি খেতে না পারার জন্য দিন দিন দুর্বলতা বেড়েই চলে, মিষ্টি খেতে চায়, -খাওয়ার অল্পক্ষণ পরেই পেট বায়ুতে পুর্ন হয়ে ঢাকের মত ফুলে উঠে । পেটব্যথা করে । ঐ সাথে ঝিমুনীভাব অথচ অনিদ্রা । এ ওষুধের ব্যবহারে অত্যন্ত সুনিদ্রা হয় ।
আলফালফা সিরাপ শারীরিক এবং মানসিক কার্যক্রম উন্নীত করে।

♦♦অরো কিছু তত্বঃ

♥ক্লান্তি ও অবসাদ দূর করে।

♥শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে শারীরিক এবং মানসিক দুর্বলতার উপকার করে
♥স্নায়বিক উত্তেজনা, চাপ এবং উদ্বেগ প্রবণতা থেকে মুক্ত করে।
♥হজম শক্তি এবং ক্ষুধা বৃদ্ধি করে।
♥রক্ত শূন্যতা দূর করে।
♥গিট এবং হার্টবার্ণের জন্য এটি উপকারি।
♥উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রনের জন্য এটি ব্যবহার করা হয়।
♥ঘুম এবং ওজন বৃদ্ধি পায়।
♥অসুস্থতার সময় ও পরে পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া সমর্থন করে শক্তি ও প্রাণশক্তি উন্নত করে।
বিঃদ্রঃ যখন শক্তিকৃত করে ব্যবহার করা হবে তখনই হোমিওপ্যাথিক রিমেডি হিসেবে বিবেচ্য।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেস্ট ফ্রেন্ড যখন বউ

একজন বেশ্যা এর গল্প

হাইড্রাসটিস ক্যানাডেনসিস 🌍Hydrastis Canadensis