পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মানসিক রোগ

আসুন কিছু মানসিক রোগ সম্পর্কে জেনে নিই,, ক্লিপ্টোমেনিয়া (Kleptomania) আচ্ছা ধরুন আপনি দোকানে গেলেন। একটি জিনিস দেখে খুব পছন্দ হলো। আপনার কাছে টাকা থাকা না থাকা এখানে মুখ্য নয়। আপনি কি চুরি করার কথা ভাবতে পারেন? উত্তর খুব সম্ভবত না। এবং যদি ভেবেও থাকেন চারিদিকে লোকজন খুব সহজে দেখে নিবে এমন। চক্ষুলজ্জার জন্য হলেও আপনি জিনিসটি চুরি করতে পারবেন না। কিন্তু অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ধরা পরার ভয় না পেয়ে এবং জিনিসটা কেনার মত পর্যাপ্ত সামর্থ থাকা সত্ত্বেও তারা জিনিসটা চুরি করে ফেলে। এমনকি জিনিসটা হতে পারে মাত্র কয়েক টাকার একটা লিপস্টিক মাত্র। এমনকি এমনও ঘটনা আছে যেখানে, যে জিনিসটা সে চুরি করেছে সেটি তাঁর দরকার অব্দি পড়ে না। ব্যাপারটা যখন এমন তখন সেটা নিশ্চয় আর স্বাভাবিক বলা চলে না। এটি একটি মানসিক রোগ নাম ক্লিপ্টোম্যানিয়া। সাধারণ ভাবে যদি বলতে হয় তাহলে বলা চলে, অকারণে চুরি করার প্রবণতা। এই রোগের প্রবণতা ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে প্রকট ! Kleptomania রোগটি সর্বপ্রথম ১৮১৬ সালে Impulse control disorder নামে বর্ণনা করা হয়। বিখ্যাত শিল্পী ব্রিটনি স্পিয়ার্স কিংবা অভিনেত্রী লিন্ডস

বেস্ট ফ্রেন্ড যখন বউ

লেখকঃ সিয়াম আহমেদ পাবলিশ ঃ আশার প্রদীপ ™ -রফি চল। -কোথায়? -কাজী অফিসে। -ক্যান? -বিয়েকরে ফেলি। -কিইইই[চোখ বড় বড় করে] -হুম। -যদি না করি! -তুই করবি,তোর বাপ করবে,তোর চোদ্দ গুষ্টি করবে[রাগ দেখিয়ে] -আমার বাপের বউ আছে। -তুই উঠবি কি না! -বিয়ে করে খাওয়াবো কি! -তুই যা খাস। -রাখবো কোথায়! -একটা বাড়ি ভাড়া করে। -ওওও,তো টাকা গুলা আসবে কই থেকে! -আব্বুর অফিসে জবের ব্যবস্থা করে দিবো। -তোর আব্বু না মানলে! -হাহ্,১বছর কোনো ভাবে একসাথে থাকবো।তারপর একটা বেবি নিয়ে আব্বুর সামনে যাবো।এমনিতেই মেনে নিবে। -এত্তপ্লান করলি কখন! -হিহি,কাল রাতে। -ওওও,আমার কাছে শুধু কাজী অফিসে যাওয়ার ভাড়া আছে। -জানি,সেটা মাথায় রেখেই আমি বাসা থেকে বের হয়েছি। * অতঃপর কাজী অফিসে গিয়ে ফ্রেন্ড সার্কেলের সবাইকে ইনভাইট করে বিয়েটা করে ফেললাম। বিয়ের মূল কারণটা হয়তো দুজনের মনে না বলা ভালবাসা। . মীমের ব্যাগ খালি করে ফ্রেন্ড সার্কেলের সবাইকে পার্টি দিয়ে দুজন এখন একটা রেস্টুরেন্টে বসে আছি। -দিলি তো ফাঁদে ফেলে! -তুমি করে বলো। -বাসর রাতটা কোথায় কাটাবো এখন! -তুমি জানো। -আচ্ছা চলো তবে। -কোথায়[হা করে তাক