স্যাম্বুকাস Sambucus Nigra

স্যাম্বুকাস
Sambucus Nigra

উৎসঃ উদ্ভিজ

ব্যবহৃত অংশঃ-তাজা পাতা ও ফুল হইতে টিংচার প্রস্তুুত করা হয়।

রোগঃ-হাপানী,শিশুদের গলা ঘড়ঘড়ানি ও সর্দি কাশির উৎকৃষ্ঠ ঔষধ।



লক্ষন সমূহঃ-
রাত্রীকালে পীড়ার বৃদ্ধি,শিশু খুব সুন্দর ঘুমাইতেছে হঠাৎ ফিট আসিয়া শিশু কাশতে কাশতে লুটিয়ে পড়ে।শ্বাস বন্ধ হয়ে আসে, নিংশ্বাস গ্রহন করার জন্য শিশু ছটফট করে।
কিছুক্ষন এরকম করার পর ঘুমিয়ে পড়ে আবার শুরু হয় এমন লক্ষনে স্যাম্বুকাস উত্তম।
শিশুদের নাক সেটে ধরে এজন্য শ্বাস প্রশ্বাস ও স্তনপানে ব্যাঘাত ঘটে।
মাঝরাত্রে চরম আকার ধারন করে,বালিশ হতে মাথা নিচু হলেই বৃদ্ধি পায়।
ঘামঃ-ঘুম থেকে উঠলেই ঘাম।ঘুমানোর সময় শরীর শুকনো এই লক্ষনটি স্যাম্বুকাসে নিদিষ্ট।
শুধু এই লক্ষনের উপর ঔষধ প্রয়োগ করে রোগ আরোগ্য করা সম্ভব।
শোথঃ-কিডনির তরুন প্রদাহজনিত শোথ রোগে প্রস্রাবের বেগসহ প্রচুর পরিমানে প্রস্রাব হয় ও ঘন সেডিমেন্ট থাকে।
বৃদ্ধিঃ-বিশ্রামকালে,ঘুমের সময়,শীতল বায়ূর সংস্পর্শে,ভয়,বিষাদ ও মানষিক উদ্বেগে।
বিশেষত রাত্রী ৭টা হতে ১১টার মধ্যে বৃদ্ধি।
ক্রিয়ানাশকঃ-আর্স,ক্যাম্ফর
শক্তিঃ-Q,30,200 শক্তি।


সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেস্ট ফ্রেন্ড যখন বউ

একজন বেশ্যা এর গল্প

বাত ব্যাথা নিরাময়ে হোমিওপ্যাথি