মাসিক প্রবলেম

🐠🐠🐠🐠🐠
ফিমেল ডিজিজ সমূহ নিয়ে আলোচনা
🌿🌿🌿🌿🌿
হ্যাঁ আজকের আলোচনায় থাকছে ফিমেল ডিজিজ সমূহ,মাসিকের গন্ডগোল ও যন্ত্রনা নিয়ে আলোচনা
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
যে ফিমেল ডিজিজ গুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলো হল:-
🌿মাসিকের গন্ডগোল ও যন্ত্রনা
🌿সাদা স্রাব
🌿স্তনের অসুুখ ও টিউমার
🌿গর্ভপাত
🌿প্রসবের সময় অসুবিধা
🌿মহিলাদের বয়ঃসন্ধিকালীন অসুবিধা

🍁তো আসুন আমরা মাসিকের গন্ডগোল ও যন্ত্রনা নিয়ে আলোচনা করি।
মাসিক বা পিরিয়ড নারীর জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মেএই মাসিক বা পিরিয়ড শুরু হয় আবার নির্দিষ্ট সময় পর তা বন্ধও হয়ে যায়।
বয়:স‌ন্ধিকা‌লে পি‌রিয়ড বা মা‌সিক হওয়ার পূ‌র্বে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। আবার যে কোন নারীরই মা‌সিক শুরুর সময় বা পূ‌র্বেও কিছু লক্ষণ দে‌খে বোঝা যায় যে মা‌সিক হ‌বে বা হ‌চ্ছে। নি‌চের লক্ষণগুলোয় বোঝা যায় কিশোরীর মা‌সি‌কের সময় হয়েছে!

🐇অবসাদ হয়;

🐇তলপেটে ব্যাথা;

🐇 স্তন বা নিপ‌লে ব্যাথা;

🐇মাথা ব্যাথা করা;

🐇 মাথা ঘোরানো;

🐇মেজাজের পরিবর্তন হওয়া;

🐇বিরক্তিকর ভাব বেড়ে যাওয়া;

🐇যৌনানুভূ‌তি বৃ‌দ্ধি পে‌তে পা‌রে;

🐇খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া;

🐇ওজন বৃদ্ধি পাওয়া;

🐇 প্রচুর গ্যাস হয় এবং ঢেকুর উঠে;

🐇 কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দেখা দেয়;

🐇 মুখে ব্রণ উঠা।

🍄একজন নারী কৈশোর থেকে পরিপূর্ণ হয়ে ওঠার জন্য শরীরের ভেতরে ও বাইরে ১২ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের বিভিন্ন রকম পরিবর্তন হয়। অনেক পরিবর্তনের অন্যতম একটি হলো রজঃস্রাব, যা সাধারণত মাসে মাসে হয়—তাই এটাকে মাসিক বা পিরিয়ড অথবা সাইকেলও বলা হয়।বয়ঃসন্ধিতে মাসিক শুরু হওয়া থেকে মেনোপজ পর্যন্ত গড়ে প্রায় নব্বই শতাংশ মেয়ের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে দাঁড়ায় যন্ত্রণাদায়ক মাসিক। প্রজননতন্ত্রের স্বাস্থ্যরক্ষা অনেক জরুরি একটা বিষয় হলেও আমাদের সমাজে এ ব্যাপারে খোলাখুলি কথাবার্তা আজও নিষিদ্ধ, তাই অধিকাংশ মেয়েরাই ব্যাপারটিকে চেপে যায়। কিন্তু আপনি কি জানেন, যন্ত্রণাদায়ক মাসিকের উপযুক্ত চিকিৎসা হওয়া প্রয়োজন।



চলবে......................

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেস্ট ফ্রেন্ড যখন বউ

একজন বেশ্যা এর গল্প

হাইড্রাসটিস ক্যানাডেনসিস 🌍Hydrastis Canadensis