ক্যান্সার এর সাধারন লক্ষণ

একেক ক্যান্সারের জন্য একেক ধরনের লক্ষণ বা উপসর্গ থাকে। তবে সাধারণ কিছু লক্ষণ হচ্ছে:


খুব ক্লান্ত বোধ করা


ক্ষুধা কমে যাওয়া


শরীরের যে কোনজায়গায় চাকা বা দলা দেখা দেয়া


দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভাঙ্গা


মলত্যাগে পরিবর্তন আসা (ডায়রিয়াকোষ্ঠকাঠিন্য কিংবা মলের সাথে রক্ত যাওয়া)


জ্বর, রাতে ঠান্ডা লাগা বা ঘেমে যাওয়া


অস্বাভাবিকভাবে ওজন কমা


অস্বাভাবিক রক্তপাত হওয়া


ত্বকের পরিবর্তন দেখা যাওয়া


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেস্ট ফ্রেন্ড যখন বউ

একজন বেশ্যা এর গল্প

বাত ব্যাথা নিরাময়ে হোমিওপ্যাথি