Acid Nit

🍀নাইট্রিক এসিড
🔰Nitric Acid

🍁প্রয়োগক্ষেত্র :-
ক্ষয় পীড়া, ক্ষত, মুখে ক্ষত, উপদংশ, অর্শ ও ভগন্দর, মল দ্বারের আঁচিল, প্রস্রাবের পীড়া, টাইফয়েড জ্বর, সবিরাম জ্বর, কর্ণের পীড়া ও বেদনা, উদরাময় ও আমাশয়, চক্ষু পীড়া, শিরঃপীড়া, মিউকাস মেমব্রেন পীড়া

🍁মানসিক লক্ষণ :-
১। রোগী অতিশয় ক্রোধী, সামান্যতম প্রতিবাদও সহ্য করিতে পারেনা।
২। কাহারও সহিত সদ্ভাবে বসবাস করা ইহার পক্ষে একেবারে অসম্ভব । রোগী কাহাকেও পছন্দ করে না বা কাহারও দ্বারা সমাদৃত হয় না।
৩। একদিকে ভীরুতা অপর দিকে ক্রোধোন্মাত্ততা। ক্ষমা, প্রীতি ও ভালবাসা বলিয়া কোন জিনিষই ইহার মধ্যে নিই।
৪। অত্যন্ত খিটখিটে।
৫। নিজের আরোগ্য বিষয়ে নিরাশ হয় ও সর্বদাই কি যেন ভাবে।

🍁চরিত্রগত লক্ষণ :-
১। জিহবা, মুখ গহবর এবং উভয় ঠোঁটের কোনদ্বয়ে ফাটা ও ক্ষত। লালাস্রাব, প্রস্রাব এমনকি নিঃশ্বাসটি দারুন দুর্গন্ধযুক্ত।
২। কোনও প্রকার ঠান্ডা রোগীর নিকট সহজ্য হয় না, অল্পতে সর্দি লাগে।
৩। যে কোনও প্রকার ক্ষত সহজেই সারিতে চায়না, তাহা হইতে সহজেই রক্ত ও রস পড়ে। রক্ত পূঁজ যাহাই নির্গত হয় তাহা অতিশয় দুর্গন্ধযুক্ত।
৪। প্রস্রাব ত্যাগ কালীন অত্যান্ত জ্বালা ও সূঁচ ফোটার ন্যায় বেদনা।
৫। গভীর ক্ষত, দুর্গন্ধ স্রাব।
৬। অর্শ, গুহ্যদ্বারে নানা প্রকার মাংস বৃদ্ধি ও ভগন্দর উৎপন্ন হয়। মল নরম তাহাতেও কোঁথ না দিলে বাহির হতে চায়না।
৭। হাঁটার সমায় বা নাড়িতে চড়িতে হাত পায়ের জোড়া স্থানে খট খট করে।
৮। মাটি, খড়ি মাটি, পেন্সিল খাইবার প্রবল আকাঙ্খা, মাংস ও রুটি খাইতে অনিচ্ছা।
৯। কানে শুনিতে পায়না কিন্তু চলন্ত গাড়ীতে উঠিলে বেশ ভাল শুনিতে পায়।
১০। উদরাময়ে অত্যন্ত কোঁথানি, কিন্তু অল্প মল নির্গত হয়। মনে হয় যেন অনেক মল ভিতরে রহিয়া গিয়াছে।
১১। টাইফয়েড জ্বরে অন্ত্র হইতে রক্তস্রাব, গর্ভস্রাব, প্রসবের পর বা ভারী দ্রব্য উঠাইবার বা পরিশ্রমের পর রক্তস্রাব, রক্ত পরিমাণে অধিক, টকটকে লাল কিম্বা কাল বর্ণের।
১২। রোগী দিন দিন কৃশ ও দুর্বল হয়। সর্বদাই শুইতে চায়।
১৩। মাথার চুল উঠিয়া যায়। পা, হাত ও বগল ঘামে। আঙ্গুল হাজিয়া যায়।
১৪। হাতের ও পায়ের নুখে ফুল দেখা যায়।
১৫। হাতের নুখের পাশে চামড়া উঠে।
সবাই সুস্হ্য থাকবেন, ভাল থাকবেন
শুভকামনা সবসময়।
🐠🐠🐠🐠🌿🌿🌿🌿🌿🌿🌿🐠🐠🐠🐠
🌿সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বেস্ট ফ্রেন্ড যখন বউ

একজন বেশ্যা এর গল্প

বাত ব্যাথা নিরাময়ে হোমিওপ্যাথি